দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা ।
শেখ রাজীব হাসান, গাজীপুর প্রতিনিধি : টঙ্গী প্রেসক্লাবের সামনে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা গতকাল বৃহস্পতিবার সকালে টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদ ও মানবতার মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিব্বিরের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মানবতার মঞ্চ পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুবিশ আইনজীবী রাশিদা আহমেদ, সিনিয়র সহ সভাপতি শিক্ষানুবিশ আইনজীবী জিন্নাত আনোয়ার মিষ্টি, বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মমিন উল্লা মিয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি, বাংলাদেশ এডিটর ফোরামের সাধারণ সম্পাদক রফিকুল আনোয়ার, নোয়াখালী জনকল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি আবুুল কালাম আজাদ, সহ সভাপতি আবু তাহের, আবুুল হাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, অর্থ সম্পাদক মাওলানা রেজাওয়ানুল করিম, সহ অর্থ সম্পাদক নূর নবী ভুইয়া সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক শাহ আলম খান, প্রচার সম্পাদক মতিউর করিম রিয়াদ, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ উল্লা পাটোয়ারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সোহেল আব্দুল, নির্বাহী সদস্য নূরুল হুদা ভইয়া, নূরুল ইসলাম, নাজমুল হায়দার সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, বিচারহীনতার কারণেই দেশে বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। ধর্ষণকারী বা নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা গেলে অন্য কেউ এ ধরনের অপরাধ করতে সাহস পেত না। বক্তারা সিলেটে নববধূ ধর্ষণ, নোয়াখালির বেগমগঞ্জে এখলাসপুর গ্রামের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সব ধর্ষণকারী ও নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরো বলেন, অতি সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনক হারে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। এ কারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন করা দরকার।